যথার্থই বলেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭৯ রানের জয়ের পর রিশাদ হোসেনকে ‘গেম চেঞ্জার’ বলে সম্বোধন করেছেন দলটির অন্যতম মালিক ও প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও)।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রথমবার বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নামেন রিশাদ। আর তাতে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।
৩১ রান খরচ করে দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে প্রথম উইকেট নেওয়ার সময় ম্যাচের ভাগ্যও নির্ধারণ করে দিয়েছেন ২২ বছর বয়সী লেগ স্পিনার। কেননা ২৩১.৫৭ স্ট্রাইক রেটে ৪৪ রান করা রাইলি রুশো তখন ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিতেছিলেন। দারুণ এক গুগলিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে বোল্ড করেন।
পরে মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট নেন।
ম্যাচ জয়ের পর তাই রিশাদের প্রশংসা করতে বিন্দুমাত্র কার্পণ্য করলেন না সামিন। প্রশংসা করার সময় রিশাদকে ‘বাংলাদেশি ভাই’ বলে সম্বোধন করেছেন তিনি। দলটির সিওও বলেছেন, “বাংলাদেশি ভাইকে নিয়ে কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি ‘গেম চেঞ্জার’।
তুমি যেভাবে বল করেছ, তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে এবং বুঝিয়ে দিয়েছ এবারের টুর্নামেন্টে সেরা বোলিং আক্রমণ এই দলের।”
লাহোরের মালিকের কাছ থেকেই শুধু এমন প্রশংসা পাননি রিশাদ। সতীর্থ স্যাম বিলিংসের কাছে পেয়েছেন। ম্যাচে ৫০ রান করা ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের সঙ্গে কথা বলার সময় বলেছেন, ‘দলে কয়েকজন দক্ষ বোলার আছে। রিশাদ এসেই যেভাবে খেলেছে, তা দারুণ।
সে অসাধারণ বল করেছে, বল স্পিন করাতে চেয়েছে। এই সংস্করণে কবজির স্পিন খুব গুরুত্বপূর্ণ। রাইলি রুশোর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার পারফরম্যান্সে আমি খুব খুশি।’